দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স তাদের অন্যতম ব্যবসাসফল ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনের ফার্স্ট লুক ছবি শেয়ার করেছে।
দ্বিতীয় সিজন থেকে দুটি ছবি শেয়ার করে নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে ২০২৪ সালে।
২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বেজুড়ে ব্যাপক ঝড় তুলেছিল। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ।
সিরিজটির দ্বিতীয় সিজন নির্মিত হচ্ছে এর পরবর্তী গল্প নিয়েই।
নেটফ্লিক্স পরিবেশিত এই সিরিজটির প্রথম সিজন বিশ্বব্যাপী ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পায়। নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো হচ্ছে ‘স্কুইড গেম’। ২০২১ সালের ১২ অক্টোবর এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানায়, সব রেকর্ড তছনছ করে দিয়েছে সিরিজটি। দীর্ঘদিন ধরেই সিরিজটির দ্বিতীয় সিজনের প্রতীক্ষায় ভক্তরা। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালেই প্রকাশ হবে এর দ্বিতীয় সিজন।