দীর্ঘদিন ধরেই প্রেম করছেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। ভক্তরাও এই জুটিকে খুব পছন্দ করেন। যদিও এই জুটির প্রেম একসময় ওপেন সিক্রেট ছিল। কিন্তু যখনই তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে ভক্তদের একটিই প্রশ্ন ছিলো কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।
মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে পুলকিত-কৃতির বাগদানের খবর চাউর হয়েছে। এসব ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় পুলকিত-কৃতিকে।
এসব ছবি রিয়া লুথরা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।
২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।