মঞ্চে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। আগামীকাল প্রদর্শিত হবে তাঁর মঞ্চ নাটক ‘পারো’। নাট্যদল দেশ নাটকের ২৫তম প্রযোজনা এটি। লেখা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মাসুম রেজা।
জানা গেছে, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর আগে, আজ সন্ধ্যায়ও নাটকটির একটি প্রদর্শনী ছিল।
গত ডিসেম্বরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বন্যা মির্জা।
প্রসঙ্গত, নাট্যদল দেশ নাটকে নিয়মিত কাজ করছেন বন্যা মির্জা। একই নাট্যদলের হয়ে তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নামের একটি নাটকে।