এক সপ্তাহ ধরেই ভারতের সবচেয়ে আলোচিত বিষয় অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা। ভারতজুড়ে উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে অযোধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম দেবতা শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। সকলেই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে।
রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালে অযোধ্যায় ছিল বলিউডসহ ভারতীয় তারকাদের ভিড়। কমবেশি প্রায় সব বড় তারকাকেই দেখা গেছে রামমন্দিরের অনুষ্ঠানে। রণবীর কাপুর, আলিয়া ভাট, রোহিত শেঠি, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ক্যাটরিনা, ভিকি সবাই এখন রামের জন্মভূমিতে।
চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের শেয়ার করা একটি ভিডিওতে অভিনেতাদের মন্দির প্রাঙ্গণের বাইরে বসে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। বিশেষ অতিথিদের দেওয়া চুরি দিয়ে মাথা ঢেকে থাকতে দেখা গেছে ক্যাটরিনাকে। সব তারকার গলায় ছিল রামমন্দিরের উত্তরণী।
অপর একটি সেলফিতে একসঙ্গে দেখা গেছে এক ঝাঁক তারকাকে।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।