দুই বছর আগে টানটান উত্তেজনায় শেষ হওয়া মির্জাপুর ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের পর এবার আসতে যাচ্ছে ওয়েব সিরিজটির তৃতীয় সিজন! যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিভিন্ন ভারতীয় প্রতিবেদনে জানা গেছে, শুটিং শেষ হয়েছে এটির। মার্চে মুক্তি পেতে পারে সিরিজটির তৃতীয় সিজন।
সূত্রের খবর অনুসারে, এই সিরিজের পোস্ট প্রডাকশনের কাজ প্রায় শেষ।
একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের দুটি সিজনের গল্পকে আরো এক ধাপ এগিয়ে নেবে তৃতীয় সিজন। ত্রিপাঠি ও পণ্ডিত পরিবারকে এবার নতুন যুদ্ধে দেখা যাবে।
২০১৮ সালে মুক্তি পেয়ে প্রথম সিজনেই বাজিমাত করেছিল মির্জাপুর।
তৃতীয় সিজনে দেখা যাবে আলী ফজল (গোবিন্দ পণ্ডিত বা গুড্ডু), পঙ্কজ ত্রিপাঠি (অখণ্ডানন্দ ত্রিপাঠি বা কালীন ভাইয়া), বীণা ত্রিপাঠির চরিত্রে থাকবেন রাসিকা দুগ্গল, লিলিপুট চরিত্রে থাকবেন দেবদত্ত ত্যাগী। সেই সঙ্গে নীলম সত্যানন্দ ত্রিপাঠির চরিত্রে বিভানা সিং, শবনম চরিত্রে শেরনওয়াজ জিজিনা এবং জেপি যাদবের চরিত্রে প্রমোদ পাঠকও পুনরায় থাকবেন বলে শোনা যাচ্ছে।