অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।’ রবিবার (১৪ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে হলিউডের সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের জমকালো ২৯তমআসর আয়োজিত হয়। আর এ বছর ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ জয়জয়কার গত বছরের অন্যতম হিট চলচ্চিত্র ‘ওপেনহাইমার’-এর।
সদ্যই গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে ৫টি পুরস্কার জিতে দাপট দেখিয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।
এ বছর ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন পল জিয়ামাটি। ‘দ্য হোল্ডওভার্স’ অভিনেতা প্রথমবারের মতো এই পুরস্কার পেলেন।
এ বছর ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ ড্রামা সিরিজে সেরার পুরস্কার জিতেছে ‘সাকসেশন।’ সেরা কমেডি চলচ্চিত্রের পুরস্কার জিতে মার্গট রবির ‘বার্বি।
এ বছর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল।’ ‘ওপেনহাইমার’ থেকে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার ঘরে তুলেছেন হতে ভ্যান হতেমা। সেরা এডিটিং এর পুরস্কার জিতেছেন ‘ওপেনহাইমার’ থেকে জেনিফার লেম।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।’ লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বিমানবন্দরের বার্কার হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়েছে এ বছরের ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’। টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন অভিনেত্রী-কমেডিয়ান চেলসি হ্যান্ডলার।