২০২৩ সালে বলিউডের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র রণবীর কাপুরের অ্যানিমেল। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সিনেমাটি। শাহরুখ খানের জওয়ান ও পাঠানের পর বছরের তৃতীয় চলচ্চিত্র হিসেবে হাজার কোটির ক্লাবে প্রবেশ করার দৌড়ে ছিল অ্যানিমেল। তবে বছর শেষে শাহরুখ খানের ডানকি ও প্রভাসের সালার মুক্তি পাওয়ায় আয়ে ভাটা পড়ে অ্যানিমেলের।
বছরের শুরুতে অ্যানিমেলের পালে নতুন করে হাওয়া লেগেছে। ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তকমা ইতোমধ্যেই পেয়ে গেছে এটি।
সম্প্রতি অ্যানিমেল-এর সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেদিন রণবীর সবার উদ্দেশ্যে জানান, ‘আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এখানে এসে অ্যানিমেলের সাকসেস পার্টি উদযাপন করার জন্য।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।