গতকাল বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো। বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা।
ইরা ও নূপুরের বিয়ের ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নূপুরের সাজপোশাক নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।
তবে কিছুক্ষণ পর নেটাগরিকদের কৌতূহল নিরসন করার উদ্যোগ নিলেন ইরা নিজেই। একটি ভিডিওতে ইরাকে বলতে শোনা যায়, স্বাক্ষর করা শেষ, এবার নূপুর গোসল করতে যাবে! ঠিক তার পরেই নূপুর নীল রঙের শেরওয়ানিতে সেজে অতিথিদের সামনে এসে হাজির হলেন।
আপাতত রেজিস্ট্রি করেই বিয়ে করেছেন এই জুটি। এরপর আগামী ৮ জানুয়ারি উদয়পুরে হবে জমকালো বিয়ের অনুষ্ঠান।