বছরের প্রথম দিনের কনসার্টে অংশ নিয়েছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও ব্যান্ডদল চিরকুট। গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’। সেখানেই গান পরিবেশন করেছেন তাঁরা।
একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সিএমজি বাংলাদেশের চীনা রেডিও সম্প্রচারের ৫৫তম বার্ষিকী।
‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ প্রথমেই মঞ্চে গান নিয়ে হাজির হয় ব্যান্ডদল চিরকুট।
চিরকুটের পরেই মঞ্চে আসেন তাহসান। তিনিও একটি চীনা গান পরিবেশন করেন এদিন।
এ ছাড়া তাহসান জানিয়েছেন, তাঁর গান গাওয়ার দুটি কারণ রয়েছে। কারণ দুটি হলো- শ্রোতাদের হৃদয়ের ভেতরে ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাফসান সাবাব এবং সিএমজির পক্ষ থেকে তাকে সহযোগিতা করেন আফরিন মিম ও এ্যানি। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মাসুদ মিয়া এবং গৌরব সরকার।