চলতি বছরে দেশের জনপ্রিয় ও আলোচিত টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফরম টিকটক। অভ্যন্তরীণ গবেষণা ও ট্রেন্ড বিশ্লেষণ করে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকের জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যেখানে বিনোদন, জীবনযাপন, শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতির কনটেন্ট রয়েছে। যা সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে।
এ বছরের টিকটক ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় রয়েছেন অভিনেত্রী সাফা কবির, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মীম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ। ‘ফর ইউ’ ফিড-এ তাঁদের ভিডিওগুলো আলোচিত ছিল। যেখানে সাফা কবির তার অনন্য রমজান প্রস্তুতি শেয়ার করেছেন। মেহজাবীন চৌধুরী তার ফলোয়ারদের সঙ্গে তার ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য এবং ফ্যাশন তুলে ধরেছেন, বিদ্যা সিনহা সাহা মীম তার দুর্গাপূজা উৎসবের লুক শেয়ার করেছেন, অনির্বাণ কায়সার বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন।
এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত বলেন, ‘২০২৩ সালে বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে আমরা আমাদের প্ল্যাটফরমে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণ দেখে রোমাঞ্চিত।’
পূজা বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে টিকটক এমন একটি প্ল্যাটফরমে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ ঘটছে, যা কেবল স্থানীয়ভাবেই নয়, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।