বিজয় সেতুপাতি, নামটা শুনলেই সিনেমাপ্রেমীদের মনে ভেসে উঠে এক প্রশান্তি। দক্ষিণের এই অভিনেতা বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকদের সর্বোচ্চ বিনোদন পাওয়ার নিশ্চয়তা। ক্যারিয়ারের শুরুতে সহ-অভিনেতা হিসেবে শুরু করলেও বর্তমানে গোটা ভারতের সবচেয়ে প্রতীক্ষিত ও প্রভাবশালী অভিনেতা তিনি।
এ বছরের শুরুতে ‘মুম্বাইকার’-এর মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেছেন বিজয়।
বিজয় জানান, তিনি স্বাধীনভাবে চিন্তা করতে চান এবং অভিনয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বাক্সে বন্দী থাকতে চান না। তাই যখন পরিচালক লোকেশ কানারাজ ২০২১ সালে মাস্টার’-এর জন্য তাঁর সাথে যোগাযোগ করেছিলেন, তখন তিনি এটি চেষ্টা করার কথা ভেবেছিলেন। নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে ‘জওয়ান’ অভিনেতা বলেন, ‘আমি ভেবেছিলাম ভিলেনের চরিত্রে অভিনয় করার অনেক স্বাধীনতা রয়েছে। পর্দায় ভিলেনরা মানুষকে হত্যা করে, মানুষকে নির্যাতন করেন এবং মজা করে, যা আপনি বাস্তব জীবনে করতে পারেন না। প্রতিটি মানুষের ভিতরে একজন অপরাধী বাস করে।
ভিলেনের চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত প্রসঙ্গে বিজয় বলেন, ‘একের পর এক নেতিবাচক চরিত্রে অভিনয় করতে করতে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম, কিছু সময়ের জন্য এটি থেকে দুরে থাকা যাক। আমাকে আরাম করতে হবে। প্যান-ইন্ডিয়ান সিনেমাগুলিতে নেতিবাচক চরিত্রের জন্য অনেকগুলি প্রস্তাব আসছে। তাই আমি থামার এবং বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে যদি প্রয়োজন মনে করি তখন আবার সিদ্ধান্ত নেব, শুরু করব। এটাই কারণ, আর কিছু নয়।’
বিজয় সেতুপাতিকে সামনে দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মেরি ক্রিস্টমাস’ চলচ্চিত্রে। এটি একটি থ্রিলার ঘরানার চলচ্চিত্র যা পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শ্রীরাম রাঘবন। । আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।