ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবেসে ঘরও বেঁধেছিলেন তারা। যদিও তাদের বিচ্ছেদের পর দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকবার তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন উঠেছিল।
এবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কলকাতা থেকে যখনই বাংলাদেশে ফেরেন অপু, তখনই শাকিবের জন্য বিশেষ উপহার নিয়ে যান তিনি। আর সেই উপহার হচ্ছে কলকাতার সন্দেশ। কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে নলেন গুড়ের সন্দেশ নিয়ে আসেন শাকিবের জন্য। শুধু সন্দেশই নয়, শাকিবের প্রিয় কাজু বরফিও নিয়ে আসেন অপু।
প্রকাশ্যে যদিও শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতেই রাজি নন অপু। তবে ধারণা করা হচ্ছে, অপু- শাকিবের সম্পর্ক আগে থেকে অনেক ভালো হয়েছে। এর আগে, শাকিব অপু এক হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমে অপু বলেছেন, ‘তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে।