অবশেষে চার হাত এক হয়ে গেল। বিয়ের পিঁড়িতে বসলেন টলিউডের জনপ্রিয় দুই মুখ দর্শনা বণিক ও সৌরভ দাস। বাঙালি রীতি মেনেই বিয়ে করলেন সৌরভ-দর্শনা।
টলিউডে আপাতত জোরকদমে চলছে বিয়ের মৌসুম।
এই তারকা জুটি তাদের আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। এর আগে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে এই জুটির।
দর্শনা এবং সৌরভের পরিচয় কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে। দীর্ঘ দিন ধরেই তারা কাছের বন্ধু। তবে সেই বন্ধুত্ব ঠিক কবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে, সে বিষয়ে খোলাসা করে জানাননি দুজনের কেউই।
দর্শনাকে বিয়ের প্রস্তাব দেন সৌরভ নিজেই। দর্শনা অবশ্য নিজে কোনও জবাব দেননি। বদলে সৌরভকে তাঁর বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে বলেন। রাজি হয়ে যান সৌরভ। দর্শনার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলেন। রাজি হয় পরিবার। রাজি হন দর্শনা। তার পরেই দু’জনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই অগ্রহায়ণেই ছাঁদনাতলায় বসবেন দু’জনে। যেমন কথা, তেমন কাজ। সেই মতো প্রস্তুতি শুরু করে দুই পরিবার। বাঙালি রীতি মেনেই বিয়ে সারতেন চেয়েছিলেন সৌরভ, দর্শনা। আচার-অনুষ্ঠান থেকে খাদ্যাভ্যাস, সবেতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। আইবুড়োভাত, গায়েহলুদ— সবই হয়েছে ধুমধাম করে।
বৃহস্পতিবার ছিল আইবুড়ো ভাত। লাল পেড়ে সাদা তসর বেনারসি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলেন দর্শনা। খাবারের তালিকাতেও ছিল একেবারে বাঙালিয়ানা ছোঁয়া। পাঁঠার মাংস, চিংড়ি, ভেটকি- সব ছিল মেনুতে। শুক্রবার সকালে মিটেছে গায়েহলুদের পর্ব। দর্শনা পরেছিলেন হলুদ রঙের সিল্কের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। বিয়ের অনুষ্ঠানেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল বেনারসিতে সেজেছেন দর্শনা। বেনারসিতে মুগা জরির কাজ। গায়ে সোনার গয়না, কপালে সোনার টিকলি, নাকে নথ। সৌরভ পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি। গায়ে জড়ানো লাল রঙের শাল। সৌরভের গলায় ছিল সোনার চেইন, চোখে চশমা, হাতে ঘড়ি।
বর-কনে বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমা যাচ্ছেন, তা এখনও প্রকাশ করেননি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, মার্চে বেড়াতে যাচ্ছেন এই নব দম্পতি।