দীর্ঘ জল্পনা কল্পনা ও আলোচনার পর অবশেষে জাপানে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’ জাপানে সিনেমাটির পরিবেশক ‘বিটার্স এন্ড’ বৃহস্পতিবার জানিয়েছে যে ওপেনহাইমার ২০২৪ সালে জাপানে মুক্তি পাবে।
‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জাপানি মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে পরিবেশক সংস্থা ‘বিটার্স এন্ড’ জানিয়েছে যে জুলাই মাসে ওপেনহাইমার আন্তর্জাতিক মুক্তি পাওয়ার পরে জাপানে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা বিবেচনায় নিয়ে দীর্ঘ আলোচনার পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিল্মটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাপানিদের জন্য বিশেষ অর্থ বহন করে।
ওপেনহেইমার আগস্টে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পায় এবং চীনসহ অন্যান্য এশিয়ান বাজারে বক্স অফিসে হিট হয়। কিন্তু এতদিন জাপানে মুক্তির জন্য কোনও তারিখ নির্ধারণ করা হয়নি সিনেমাটির। দীর্ঘ আলোচনার পর অবশেষে জাপানিরা দেখতে যাচ্ছে বছরের অন্যতম হিট চলচ্চিত্রটি।
ওপেনহাইমার এবং জাপানের ইতিহাস বন্ধুত্বপূর্ণ নয়। সুতরাং যখন তার ওপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র বিশ্বব্যাপী মুক্তি পায়, তখন জাপানে সেটি মুক্তিতে বেশ খড়কুটো পোড়াবে, এটা অনুমান করাই গিয়েছিল। ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ফেলে এবং তিন দিন পর নাগাসাকিতে আরেকটি পরমাণু বোমা ফেলে। জাপানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করার আশায় ডাবল-হ্যামি আক্রমণ শুরু হয়েছিল যে প্রক্রিয়ায় প্রায় দুই লাখেরও বেশি জাপানি নাগরিক নিহত হয়েছিল।
সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপান। যদিও জাপান বর্তমানে বৈশ্বিকভাবে আমেরিকার মিত্র শক্তি, তবে অতীতের সেই দগদগে ক্ষত এখনো স্পষ্ট প্রতিটি জাপানি নাগরিকের মনে। তাই পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ ২১ জুলাই জাপানে মুক্তি পায়নি। দীর্ঘ আলোচনার পর অবশেষে জাপানে মুক্তির পথ দেখছে ওপেনহাইমার।
জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’ ঘিরে ২০২৩ সালের সবচেয়ে বড় হিট একটি চলচ্চিত্র।
এ বছর অস্কারের দৌড়ে বেশ কয়েকটি ক্যাটাগরিতে লড়াইয়ের শীর্ষেই থাকবে ওপেনহাইমার।