দুজনের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই জুটির বিয়ে। তবে সেসব ধকল কাটিয়ে এখন মধুচন্দ্রিমায় পরম-পিয়া। নবদম্পতির হানিমুন কেমন কাটছে? নতুন ছবি শেয়ার করে জানালেন পরম পত্নী পিয়া চক্রবর্তী।

 

 

ইনস্টাগ্রামে শেয়ার করা পিয়ার ছবিতে দেখা যাচ্ছে, আয়ারল্যান্ডে ছুটির মুডে তারকা জুটি। হাড় কাঁপানো ঠাণ্ডায় শরীর গরম রাখতে পিয়ার ভরসা মুলড ওয়াইনের গ্লাস। রেড ওয়াইনের সঙ্গে মশলা মিশিয়ে তৈরি হয় এই ককটেল। ক্রিসমাসের সময়কার অতি জনপ্রিয় পানীয় এটি।

 
ওয়াইনের গ্লাস হাতে ছবি দিয়ে পিয়া জানান, এই মূহূর্তে আয়ারল্যান্ডের জনপ্রিয় শহর গালওয়েতে রয়েছেন তারা। ইউরোপীয়ান সংস্কৃতির অন্যতম পীঠস্থান গালওয়ে। ক্রিসমাসের আগে সেজে উঠেছে গালওয়ে, সেই ঝলকও উঠে এসেছে পিয়ার পোস্টে। 

 

1
পিয়ার ইনস্টাগ্রাম ছবি থেকে

আয়ারল্য়ান্ডে গিয়ে বরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন আইরিশ মিউজিক বারে।

 
তার ছবিও দিয়েছেন, যদিও নিজেদের কোনও ছবিই প্রকাশ্যে আনেননি পিয়া। তবে তাঁর ইনস্টাগ্রামের গল্পে উঠে এসেছে আইরিশ মিউজিক বার, গালওয়ের রাস্তা আর নাইটলাইফের ঝলক। এর আগে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের টুকরো ঝলক উঠে এসেছিল পিয়ার ইনস্টাগ্রামে। কখনও ডাবলিনের স্ট্রিট আর্ট তো কখনও মালাহাইড ক্যাসেলের ছবি ইনস্টাগ্রামে তুলে ধরেছেন পিয়া। 

 

1
পিয়ার ইনস্টাগ্রাম ছবি থেকে

অনুপমের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে পরমব্রত’র সঙ্গে ঘর বেঁধেছেন পিয়া।

 
যার ফলে কম হেনস্থার মুখে পড়েননি তিনি। সরাসরি এই প্রসঙ্গে মুখ খোলেননি নবদম্পতি। তবে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন পরমের স্ত্রী। ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি, এখন শুধুই বন্ধু। বৃহস্পতিবার টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন অনুপম রায় ও পিয়া। কলেজ জীবনের বান্ধবীর সঙ্গে ২০১৫ সালে বিয়ের পর্ব সেরেছিলেন অনুপম রায়। কিন্তু টিকল না সেই বিয়ে।