দুজনের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই জুটির বিয়ে। তবে সেসব ধকল কাটিয়ে এখন মধুচন্দ্রিমায় পরম-পিয়া। নবদম্পতির হানিমুন কেমন কাটছে? নতুন ছবি শেয়ার করে জানালেন পরম পত্নী পিয়া চক্রবর্তী।
ইনস্টাগ্রামে শেয়ার করা পিয়ার ছবিতে দেখা যাচ্ছে, আয়ারল্যান্ডে ছুটির মুডে তারকা জুটি। হাড় কাঁপানো ঠাণ্ডায় শরীর গরম রাখতে পিয়ার ভরসা মুলড ওয়াইনের গ্লাস। রেড ওয়াইনের সঙ্গে মশলা মিশিয়ে তৈরি হয় এই ককটেল। ক্রিসমাসের সময়কার অতি জনপ্রিয় পানীয় এটি।
আয়ারল্য়ান্ডে গিয়ে বরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন আইরিশ মিউজিক বারে।
অনুপমের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে পরমব্রত’র সঙ্গে ঘর বেঁধেছেন পিয়া।