বেশ কিছুদিন ধরেই বলিউডের বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বলিউড শাহেনশা অমিতাভের সংসারে বিচ্ছেদের সুর বাজতে চলেছে। অর্থাৎ, অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না। বেশ কিছুদিন ধরেই মায়ের কাছে এসে থাকছেন ঐশ্বরিয়া, এমনটাই শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে অভিষেকের এক কাণ্ড বেশ চিন্তায় ফেলেছে ভক্তদের।
২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বরিয়া। এরপর থেকে কখনও বিয়ের আংটি খুলতে দেখা যায়নি তাকে। বিবাহিত পুরুষ হিসেবে ওই একটি মাত্র চিহ্নই আজীবন ধারণ করে আসছিলেন তিনি।
অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্ক ভাল যাচ্ছে না, সেই গুঞ্জনে এখনও শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যদিও।
এর আগে ২০১৮ সালেও গুঞ্জন রটেছিল এই দম্পতিকে ঘিরে। সে সময় মুখ খুলেছিলেন অভিষেক। এক টুইটের মাধ্যমে তিনি বলেছিলেন, “সম্মানের সঙ্গে জানাচ্ছি, মিথ্যা গল্প দয়া করে বন্ধ করুন। আমি বুঝেছি যে পোস্ট করতে হয়। কিন্তু তা যদি দায়িত্ব সহকারে করেন তা হলে ভাল হয়। ধন্যবাদ।” তবে এবার কিন্তু অভিষেক নীরব। এমনকি ঐশ্বরিয়াও এই চলমান গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। এখন দেখার পালা, এসব কি শুধুই গুঞ্জন, নাকি সত্যিই সম্পর্কের অবনতি হয়েছে এই প্রভাবশালী জুটির। সময়ই বলে দেবে কি ঘটতে যাচ্ছে।