শীত আসতে না আসতেই বিয়ের ধুম পড়ে গেল। টালিগঞ্জে পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর বিয়ের পর এবার জানা গেল দর্শনা বণিকের বিয়ের খবর। তাঁর বর ‘মন্টু পাইলট’খ্যাত অভিনেতা সৌরভ দাস। ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

 

 

ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে দর্শনা। অল্প সময়েই টালিগঞ্জ, বলিউড ও তেলুগু ছবিতে অভিনয় করে নাম করেছেন। বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি বেশ পরিচিত মুখ। এখানে দুটি ছবিতে অভিনয় করেছেন, মডেল হয়েছেন কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে।

 

 

সিয়াম আহমেদ ও রোশানের সঙ্গে করেছেন ‘অপারেশন সুন্দরবন’, অন্যটি ‘অন্তরাত্মা’। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই শোনা গিয়েছিল।

 
তবে কেউই খুব একটা আমলে নেননি। হঠাৎ তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকে গেছেন টালিগঞ্জের অনেকেই। সৌরভ ওটিটির ব্যস্ত অভিনেতা। বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করছেন। কিছুিদন আগেই এসেছে তাঁর সিরিজ ‘অন্তরমহল’।
 

 

সম্প্রতি একটি ওয়েব সিরিজে দুজনের একসঙ্গে অভিনয়ের খবর এসেছিল। তার আগেই দুজন ব্যস্ত হয়ে পড়লেন বিয়ের প্রস্তুতি সারতে।