একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে এখন আর বড় পর্দায় দেখা যায় না। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। তার সমসাময়িক অভিনয়শিল্পীরা বর্তমানে ওটিটির যুগে নিয়মিত কাজ করলেও রচনা ওটিটিতেও নাম লেখাননি। তবে নিয়মিত টিভির পর্দায় রয়েছেন রচনা।
দিদি নাম্বার ওয়ানে এদিন কল্যাণী মণ্ডল, তনুকা চট্টোপাধ্যায়, মানসী সিনহাসহ একাধিক বর্ষীয়ান অভিনেত্রী খেলতে এসেছিলেন। সেখানেই তাঁদের সঙ্গে কথা বলতে বলতে রচনা জানান নিজের কথা। রচনা বলেন, ‘যত দিন শরীর আছে তত দিন কাজ আছে।
টাকার পেছনে ছোটা উদ্দেশ্য নয় জানিয়ে রচনা বলেন, ‘টাকার পেছনে ছুটলে সেটা একটা সময় ছেড়ে চলে যাব। তাই যতটা দেখার দেখে গেলে, করে গেলে সেটা সঙ্গে নিয়ে যাব। জীবন তো একটাই, তাই কাজের পাশাপাশি যা করার, দেখার সেটা করে, দেখে যেতে হবে।’
রচনার এমন সহজ স্বীকারোক্তিতে মুগ্ধ হয়ে যান উপস্থিত সবাই। অভিনেত্রীর প্রশংসাও করেন সবাই।
‘দিদি নাম্বার ওয়ান’ বর্তমানে একনাগাড়ে সম্প্রচারিত হওয়া সবচেয়ে পুরনো রিয়ালিটি শো। ২০১০ সালে শুরু হয়েছিল এটির পথচলা। মাঝে কয়েকবার সঞ্চালক বদল হলেও রচনা ব্যানার্জির জায়গায় দর্শকরা আর কাউকে মেনে নিতে পারেননি। বর্তমানে টিআরপিতেও অন্য সব শোয়ের চেয়ে এগিয়ে রয়েছে রচনার ‘দিদি নাম্বার ওয়ান’।