দীর্ঘদিনের অপেক্ষার পর গতকাল প্রকাশ হয়েছে রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে রণবীর কাপুর জানালেন, এই সিনেমায় অর্জুনের চরিত্রটা তাঁর ক্যারিয়ায়ের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল।
রণবীর জানান, তিনি বরাবরই মেথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী। তবে ‘অ্যানিম্যাল’-এর শুটিং চলাকালীন রণবীর এই কৌশলটি ধারণ করতে পারেননি।
রণবীর বলেন, ‘আমি কখনোই কোনো চরিত্রকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই না।
‘অ্যানিম্যাল’-এর ট্রেলার দেখে মন্ত্রমুগ্ধ আলিয়া। বরের ছবির ট্রেলার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘ক্যাপশন টাইপ করার সময়টাও পাচ্ছি না।
‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সফলতার পর রণবীর কাপুর এ বছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’-এ।
সূত্র : হিন্দুস্থান টাইমস