ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট-২০২৩-এর ফাইনালে আমন্ত্রণ পাননি ভারতেরই প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এতে বেশ চটেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ক্ষুব্ধ এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একহাত নিয়েছেন আয়োজকদের।
নিজের ফেসবুকে লিখেছেন, ‘স্যার নিশ্চয়ই আপনার পিআর স্কিল খারাপ, ইনস্টাতে লক্ষ লক্ষ ফলোয়ার নেই বা রাজনৈতিক ব্যাকআপ নেই।
গতকাল রবিবার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেট-২০২৩-এর মেগা ফাইনাল।
এ বিষয়ে কপিল দেব সংবাদমাধ্যমে বলেছেন, ‘বড় কর্মকাণ্ড।
ভারতীয় এক নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি জানান কপিল দেব। কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমাকে কেউ ফোনও করেনি। তাই আমি আর যাইনি।
রবিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আশা ভোঁসলের মতো বলিউড তারকারা। গ্যালারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দেখা যায়। কিন্তু ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি ছিলেন না। ম্যাচ শুরুর আগে মাঠে কাপ নিয়ে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার।