উড়তে থাকা ভারতকে মুহূর্তেই টেনে মাটিতে নামিয়ে ভারতের মাটি থেকে বিশ্বকাপ নিয়ে গেল ক্রিকেটের শ্রেষ্ঠতম দল অস্ট্রেলিয়া। ঠিক যেন ২০০৩ সালের পুনরাবৃত্তিই ঘটল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতের এই হারে ব্যথিত গোটা দেশ। শোকে আচ্ছন্ন কোটি কোটি ক্রিকেট অনুরাগী।
১৯ নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একাধিক তারকার সঙ্গে এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে এসেছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন গৌরী খানও।
ভারতের হারের পর সামাজিক মাধ্যমে শাহরুখ খান লিখেছেন, ‘গোটা টুর্নামেন্টে ভারত যেভাবে খেলল সেটা গর্বের। তারা দারুণ খেলেছে। এটা খেলা, এখানে এক আধদিন খারাপ যেতেই পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই খারাপ দিনটা আজকেই এলো।
ভারতীয় দলের ছবি শেয়ার করে অজয় দেবগন লিখেছেন, ‘গোটা টুর্নামেন্ট ধরে যে খেলা দেখালে তাতে মুগ্ধ। এটাই একটা বড় জয়।’
নিজের সমর্থন অটুট আছে জানিয়ে কারিনা কাপুর খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমাদের জন্য খালি ভালোবাসা এবং শ্রদ্ধা। কঠিন যুদ্ধ করেছ, ভালো খেলেছ।’
অভিনেতা আয়ুষ্মান খুরানা ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন। সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করেন এই তারকা। ক্যাপশনে লিখেছেন, ‘আজকের দিনটি খারাপ ছিল। আর কিছুই নয়।’
অভিনেত্রী সোনালি বেন্দ্রে ইনস্টাগ্রামে স্টোরিতে লিখেছেন, ‘দারুণ লড়াই করেছ। কিন্তু এই রাতটা আমাদের ছিল না। তবে তোমরা আমার কাছে বিজয়ী।’
অভিনেতা বীর দাস ইনস্টাগ্রাম লিখেছেন, ‘জয়ে যেমন পাশে ছিলাম, পরাজয়েও আছি। দুর্দান্ত একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
সুনীল শেঠির জামাই কে এল রাহুল এদিন ম্যাচে ভালো স্কোর করলেও দেশকে জেতাতে পারেননি। তবুও দেশকে বাহবা দিয়ে বিশেষ পোস্ট করেন এই বর্ষীয়ান অভিনেতা।
এছাড়াও শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত, দিয়া মির্জাসহ আরও একাধিক তারকারা এদিন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান। তবে শুধুমাত্র বলিউড তারকারাই নন, টলিউডের তারকারাও শুভেচ্ছা জানিয়েছে টিম ইন্ডিয়াকে। মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিতু কমলসহ আরও অনেকেই জানিয়েছেন, ভারত হারলেও তাদের কাছে টিম ইন্ডিয়াই জয়ী। এছাড়া দক্ষিণের তারকারাও নিজ নিজ জায়গা থেকে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে নীলের উচ্ছ্বাস অব্যাহত রেখেছেন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া