বলিউডে এখন বড় বড় তারকাদের প্রায়ই এক ফ্রেমে দেখা যাচ্ছে। পিছিয়ে নেই দক্ষিণের তারকারাও। একে অন্যের সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির থাকছেন, যৌথভাবে করছেন অভিনয়। তবে টলিউডে এই দৃশ্য খুব একটা চোখে পড়ে না।
এই মুহূর্তে বলিউডে নতুন ট্রেন্ড, মেগাস্টারদের একে অন্যের সিনেমায় হাজির হওয়া।
সম্প্রতি এমনই এক প্রশ্ন রাখা হয়েছিল টলিউডের নায়ক জিৎয়ের কাছে।
এই প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘একবার মুম্বাই যাওয়ার পথে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এ রকম ছবি হতেই পারে। তবে ক্যামিও নয়। বরং তিনজনেরই থাকবে সমান চরিত্র।
টলিউডে অবশ্য এর আগে একই ছবিতে কাজ করেছেন দেব ও জিৎ। ছবির নাম ‘দুই পৃথিবী’। অন্যদিকে ‘জুলফিকার’ ও ‘কাছের মানুষ’ ছবিতে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে। এবার পালা তিন সুপারস্টারের একসঙ্গে পর্দায় আসার। আর সেই অপেক্ষায় রয়েছেন তিন তারকার অনুরাগীরাও।