বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘বাজিগর’-এর ৩০ বছর পূর্ণ হলো আজ। সিনেমাটি শাহরুখ খানের ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবেই বিবেচিত হয়। তখন মাত্র ফিল্মি ক্যারিয়ার শুরু কিং খানের। আব্বাস মস্তান পরিচালিত ‘বাজিগর’ দিয়েই শাহরুখ বাজি জিতে নেন বলিউডের।
সিনেমাটির ৩০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কাজল। ইনস্টাগ্রামে অভিনেত্রী সিনেমার কয়েকটি অদেখা ছবি শেয়ার করে তার স্মরণীয় যাত্রার কথা স্মরণ করেছেন।
কাজল লিখেছেন, ‘বাজিগর ৩০ বছর পূর্ণ করেছে। প্রথমবারের মতো সিনেমার সেটে আমি সরোজ জির (প্রয়াত সরোজ খান, ভারতীয় কোরিওগ্রাফার) সাথে কাজ করেছি, প্রথমবার আমি শাহরুখ খানের সাথে দেখা করেছি, প্রথমবার আমি আনু মালিকের সাথে দেখা করেছি।’
অভিনেত্রী আরো প্রকাশ করেছেন, ১৯৯৩ সালের ক্রাইম থ্রিলার সিনেমাটির শুটিংয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর।
৪৯ বছর বয়সী বলিউড তারকা আরো জানান, আজ অবধি বাজিগরের চিরসবুজ গান এবং মনোমুগ্ধকর সংলাপগুলো তার মুখে প্রশান্তির হাসি এনে দেয়।
‘বাজিগর’-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেন শাহরুখ খান। খল চরিত্রেও দর্শক হৃদয়ে এভাবে ছাপ ফেলা যায়, তা ‘বাজিগর’ দিয়েই প্রমাণ করেছিলেন শাহরুখ খান।