বলিউডে এখন বায়োপিক নির্মাণ যেন ট্রেন্ডে হয়ে গেছে। আর সেই বায়োপিক যদি হয় কোনো ক্রীড়াবিদের, তাহলে সাফল্য যেন একপ্রকার নিশ্চিতই। এর আগে মিলখা সিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির মতো সফল ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে সিনেমা হয়েছে। এবার সেই তালিকাতে এসেছে চলেছে যুবরাজ সিংয়ের নাম।
বলিউড সূত্রে জানা গেছে, এবার বড় পর্দায় দেখা যাবে ক্রিকেটার যুবরাজের জীবনকাহিনি। যে সিনেমার প্রযোজনা করতে চলেছেন আমির খান। ইতিমধ্যে নাকি যুবরাজের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা সেরে ফেলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
যুবরাজ সিংয়ের জীবন বেশ রঙিন, একই সঙ্গে অন্ধকারও। শুধু ক্রিকেটে বিশ্বকাপ জয় নয়, ক্যান্সারকেও হারিয়েছেন তিনি। মারণরোগের বিরুদ্ধে যুবরাজের লড়াইয়ের এই কাহিনিও সিনেমায় দেখাতে চান প্রযোজক আমির।
আমির খানকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে ‘লাল সিং চাড্ডা’তে। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। বিগত সাত বছরে বক্স অফিসে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান।