টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এতে জিতের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি নিয়ে দর্শকের অপেক্ষার পালা শেষ হচ্ছে না। পোস্টার-টিজার-গানের পর ট্রেলারের অপেক্ষায় ছিল জিত ভক্তরা।
একজন সাধারণ মানুষ নিজের সন্তানের জন্য ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন সেই গল্পেই নির্মিত মানুষ সিনেমা। অ্যাকশন ভরপুর ট্রেলারে রয়েছে রহস্য।
ট্রেলারটি শেয়ার করে জিত লিখেছেন, ‘দেখেছো হাসি, দেখোনি ক্ষত! অমানুষ দেখতে মানুষের মতো!’ তিনি আরও লিখেছেন, ‘হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্ষত গুলো দেখিনি। মানুষের আড়ালে লুকিয়ে থাকা বাতাস গুলো দেখিনি।’
জিতের বিপরীতে আন্ডার ওয়ার্ল্ডের ডন হিসেবে আছেন অভিনেতা জিতু। নায়ক থেকে সোজা নেতিবাচক শেডের চরিত্র। পুলিশ অফিসারের চরিত্রে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জিতের বিপরীতে আছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। মূলত এই চারজন এবং জিতের মেয়ে ওরফে অয়না চট্টোপাধ্যায়কে ঘিরে আবর্তিত হবে ছবি।
সিনেমাটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। একইদিনে মুক্তি পেতে পারে বাংলাদেশেও। ছবিটি প্রযোজনা করেছেন জিৎ ফিল্মওয়ার্কস।