মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। ট্রেলার দেখেই সিনেমাটি মুক্তির জন্য দর্শকরা বিপুল আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষার পালা শেষ করে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে আলোচিত এই ছবি।
ক্যাপ্টেন ও মিস মার্ভেলকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মার্ভেল সিরিজের প্রথম নারীকেন্দ্রিক ছবি ছিল এটি। যেখানে অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন ইউএস এয়ারফোর্সের পাইলট ক্যারল ডানভার্সের চরিত্রে অভিনয় করেছিলেন। এবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি।
গত এপ্রিল সিনেমাটির টিজার এবং সম্প্রতি প্রকাশিত ট্রেলারে সেই আভাস দিয়েছেন নির্মাতা।
এক সাক্ষাৎকারে ব্রি লারসন বলেন, ‘আমরা নিজের ক্ষমতা ধরে রাখা এবং অন্যের কাছে ক্ষমতা হস্তান্তরে সব সময়ই ভয়ে থাকি। যে কারণে সব ভার বা ক্ষমতা নিজেরাই ধরে রাখতে চাই।
অপ্রত্যাশিত একটি সিনেমা হতে যাচ্ছে ‘দ্য মার্ভেলস’। আমার বিশ্বাস, সারা বিশ্বের দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে।’ ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ সিনেমার পর দ্য মার্ভেলস ছবিতেই মার্ভেল একটি নতুন ‘টিম’কে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে।
এ সিনেমার মাধ্যমে মার্ভেলের সুপারহিরোদের মধ্যে আবার ফিরছেন নিক ফিউরি। কামালা খানকে নিয়ে সিরিজ বা সিনেমা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রভাব রাখবে এ সিনেমার প্রতিক্রিয়া। তাই সিনেমাটি মার্ভেলের জন্যও এক ধরনের পরীক্ষা বটে। তবে এই পরীক্ষা যে মার্ভেল সহজেই উৎরে যাবে তাতে সন্দেহের অবকাশ নেই।