সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। একের পর এক সিনেমা ফ্লপ করছে বক্স অফিসে। শেষ কবে হিটের দেখা পেয়েছেন অভিনেত্রী, সেটি বলাই মুশকিল! সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার দেশাত্ববোধক সিনেমা ‘তেজাস’। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে অনেক প্রত্যাশা ছিল অভিনেত্রীর।
মুক্তির পর থেকেই দর্শকমহলে তেমন একটা সাড়া ফেলতে পারেনি ‘তেজাস’। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষরা। বলিউড সূত্রে জানা গেছে, এবার ৫০ কোটি রুপির লোকসান গুনতে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে।
আনুমানিক ৭০ কোটি টাকা ব্যয় করে এই সিনেমা তৈরি হয়েছে। দেশে আয় করতে পারেনি সেভাবে, এমনকি বিদেশের মাটিতে মাত্র ৭০ লক্ষ টাকার ব্যবসা করেছে।
‘কুইন’-এর মতো হিট এবং সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমার অভিনেত্রী কঙ্গনাকে এখন অনেকেই ফ্লপ কুইন খেতাব দিতে শুরু করেছে। এ নিয়ে পর পর ৫টি সিনেমা ফ্লপ কঙ্গনার। ‘থালাইভি’ নিয়ে প্রত্যাশা থাকলেও একদম ভরাডুবি হয়েছে সেটির।