বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। কিছুদিন আগেই ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমার জন্য তাঁর ঝুলিতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সব মিলিয়ে আলিয়ার ক্যারিয়ার তুঙ্গে। তবে এতো ব্যস্ততার মধ্যেও আলিয়াকে দেখা যায় তাঁর মাকে নিয়ে নানা আদুরে পোস্ট করতে।
সম্প্রতি সোনি রাজদান ‘পিপ্পা’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন। সেখানে তাঁর সাজ, পোশাক দেখে মুগ্ধ হয়ে যান আলিয়া।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাদের প্রতিহত করেছিল ভারতীয় সেনারা। সে সময়ের যুদ্ধের ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’ বানিয়েছেন বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন। এতে অভিনয় করেছেন ঈশান খট্টর এবং ম্রুণাল ঠাকুর।
এর আগে গত ২৫ অক্টোবর সোনির জন্মদিনের দিন ছোটবেলার একটা ছবি দিয়ে মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আলিয়া। সেখানে তাঁকে তাঁর মায়ের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি এই ছবি পোস্ট করে তাঁর জীবনে তাঁর মায়ের গুরুত্ব কতটা সেটা জানিয়েছেন।