গত সপ্তাহে ভারতের তিন রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি। চলচ্চিত্রে বাংলাদেশের তারকা শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। সেখানে ৩ তারিখ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল খুব একটা ভালো চলছে না সিনেমাটি। দর্শক টানতে পারছে না সিনেমাটি।
বিষয়টি জানতে যোগাযোগ করা হয় সিনেমাটির ভারতীয় পরিবেশক এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির পরিচালক শতদ্বীপ সাহা বলেন, ‘বাংলাদেশ যেসব সংবাদ বেড়িয়েছে সেগুলো সঠিক নয়। সিনেমা মোটামুটি চলছে।
তিনি জানান, তিনটি রাজ্যের ৪০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে সামনের সপ্তাহে কিছু হল কমবে, কারণ অনেক হলে উঠবে সালমান খানের টাইগার ৩। অবশ্য তার দাবি এক সপ্তাহ পরে আবার হল বাড়বে প্রিয়তমার।
শতদ্বীপ বলেন, যেটুকু ব্যবসা করছে মোটামুটি সন্তুষ্ট আমরা। পাশাপাশি অনলাইন প্রচরণায় শাকিব ও ইধিকা পাল দুজনই সহযোগিতা করছেন বলে জানান।