কথা ছিলো ২৭ অক্টোবর মুক্তি সিনেমাটি। সেরকম প্রস্তুতিও নিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। হয়েছিল প্রেস করফারেন্সও। মুক্তি সামনে রেখে সিনেমাটির গান, পোস্টার ও ট্রেলার মুক্তি পায়।
আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘যন্ত্রনা’।
প্রধান চরিত্রে অভিনয় করা আদর আজাদ সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে।
এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের।ছবিটি নিয়ে তিনি বলেন, ‘প্রথমবার সিনেমা পরিচালনা করেছি।
যন্ত্রনা প্রযোজনা করেছে স্মার্ট মাল্টিমিডিয়া। এতে গান রয়েছে চারটি। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন—শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।