২৮ অক্টোবর নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতা ম্যাথিউ পেরিকে। নব্বইয়ের দশকের জনপ্রিয় সিরিজ ফ্রেন্ডস-এ চ্যান্ডলার বিং চরিত্রে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত ম্যাথিউ। অভিনেতার আকস্মিক মৃত্যুতে হতবাক গোটা বিশ্ব! শোকের ছায়া নেমে আসে বিশ্ব বিনোদন অঙ্গনে। একের পর এক শোকবার্তায় অভিনেতাকে স্মরন করছেন প্রিয় সহকর্মী তারকা ও অনুরাগীরা।
সালমা হায়েক তার পুরানো বন্ধু এবং ‘ফুলস রাশ ইন’-এর সহ-অভিনেতাকে আন্তরিক শ্রদ্ধা জানান ইনস্টাগ্রামে। ম্যাথিউ পেরির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে সালমা হায়েক ম্যাথিউর সঙ্গে তার পুরনো কিছু ছবি শেয়ার করেছেন। ম্যাথিউর স্মতিচারণ করে অভিনেত্রী লিখেছেন, ‘দুই দিন আগে, আমি মর্মান্তিক এই খবর শুনেই জেগেছি।
নিজের শোকবার্তার শেষে সালমা জানান, ‘আমার বন্ধু, তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। তবে আমি তোমার সরলতা, তোমার অধ্যবসায় এবং তোমার সুন্দর হৃদয়কে লালন করতে থাকব। বিদায়, মিষ্টি ম্যাথিউ! আমরা তোমাকে কখনই ভুলব না।’
ফেন্ডস-এ ম্যাথিউ পেরির সহ-অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক এবং ডেভিড শ্যুইমার সম্প্রতি তাদের প্রিয় বন্ধুকে হারানোর বিষয়ে আবেগপূর্ণ বিবৃতি প্রকাশ করেছেন।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল ম্যাথিউর চ্যান্ডলার বিং। তার কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ এখনো মনে রেখেছে দর্শক। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এর শেষ পর্বটি যুক্তরাষ্ট্রের ৫২.৫ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল। এটি ২০০০ দশকে দর্শকদের সবচেয়ে বেশি দেখা টিভি পর্বে পরিণত হয়েছিল।