মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৩০ অক্টোবর) মারা যান এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে।
জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন।
তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। এরপর বড় পর্দায় অভিষেক হয় রেঞ্জুশার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।
রেঞ্জুশা তাঁর স্বামী, মা ও বাবাকে রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।