আমেরিকান সুপার মডেল জিজি হাদিদের পর এবার চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে নীরবতা ভেঙেছেন তার বোন আমেরিকান মডেল বেলা হাদিদ। জিজি ও বেলা অর্ধ-ফিলিস্তিনি। তাদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি।
সামাজিক মাধ্যমে বেলা একটি দীর্ঘ নোট লিখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে মৃত্যুর হুমকি প্রসঙ্গে বেলা জানান, তিনিও এই সঙ্কটের দ্বারা প্রভাবিত হয়েছেন।
কিছুদিন আগে বেলা হাদিদের বোন সুপারমডেল জিজি হাদিদ ফিলিস্তিনের প্রসঙ্গে নিজের সমর্থন ব্যক্ত করেন। তবে তিনি ইসরায়েলের অসহায় মানুষদের হয়েও নিজের অনুভূতি ব্যক্ত করেছেন যারা প্রাণ হারিয়েছে এই চলমান সংকটে। তবে এরপরই জিজি হাদিদ ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। বেশ কিছু মাধ্যম থেকে শত শত হুমকি আসে বলে জানান জিজি।