পর্দায় দুর্দান্ত রোমান্টিক হলেও বাস্তব জীবনে কিন্তু দারুণ দুষ্ট বলিউড অভিনেতা রণবীর কাপুর। শৈশবে দাঁপিয়ে বেড়িয়েছেন স্কুলে। কখনো অন্যকে কপি করেছেন, কখনো ক্লাস পালিয়েছেন। নিজেকে একজন ‘মহান কপিবাজ’ উল্লেখ করে রণবীর জানান, তিনি স্কুলে কখনও ধরা পড়েননি।
সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন রণবীর। সেই কথোপকথনেই স্কুল জীবনের পুরনো স্মৃতিতে ফিরে যান অভিনেতা। রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ কপি করতে পারতাম। এছাড়াও আমি ধুরন্ধর ছিলাম।
অধ্যক্ষ্যের চড়ের কথা উল্লেখ করে রণবীর জানান, ‘আমি কোনোদিনই ভুলব না সেই চড়ের কথা। আমার গালে উনি টেনে থাপ্পড় মেরেছিলেন। সেই থাপ্পড়ের আওয়াজ আমার কানে এখনও ভাসে।’
রণবীরকে শিগগিরই পর্দায় দেখা যাবে। তার আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’ মুক্তির অপেক্ষায়।