অবশেষে রোহিত শেঠির কপ ইউনিভার্সে প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন! রোহিত-অজয়ের আসন্ন চলচ্চিত্র ‘সিংহাম এগেইন’-এ শক্তি শেঠির চরিত্রে অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সিনেমাটিতে অজয় দেবগনের বোনের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা।
দীপিকা পাড়ুকোন রোহিত শেঠির পুলিশনির্ভর চলচ্চিত্র সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘সিংহাম এগেইন’-এ লেডি সিংহামের ভূমিকায় অভিনয় করবেন। রবিবার (১৫ অক্টোবর) অভিনেত্রী ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’ থেকে তাঁর চরিত্র শক্তি শেঠির সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেন।
রোহিত শেঠি তাঁর প্রথম নারীকেন্দ্রিক কপ ইউনিভার্সে দীপিকা পাড়ুকোনকে লেডি সিংহাম হিসেবে নিশ্চিত করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানের উন্মোচনের সময় দীপিকা লেডি সিংহামের চরিত্রে তাঁর হাঁটার একটি ঝলক শেয়ার করেছিলেন।
কিছুদিন আগেই শুরু হয়েছে তারকায় ঠাসা ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং। ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির শুটিং উপলক্ষে পূজার আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে সেই পূজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। পূজায় উপস্থিত ছিলেন অজয় দেবগন, রণবীর সিংসহ সিনেমার কলাকুশলীরা। অক্ষয় কুমার তখন উপস্থিত ছিলেন না।
‘সিংহাম এগেইন’-এ এবার তারকাদের মিলনমেলা দেখা যাবে। নিজের কপ ইউনিভার্সের সব তারকাকে একজোট করতে যাচ্ছেন রোহিত শেঠি। ‘সিম্বা’ তারকা রণবীর সিংয়ের মতোই ‘সূর্যবংশী’ থেকে বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার। আর নতুন চমক হিসেবে থাকছেন লেডি সিংহাম দীপিকা।