শুক্রবার মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। গতকাল ছিল ছবিটির প্রিমিয়ার শো। রাজধানীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলীসহ শোবিজ অঙ্গনের তারকারা।
তবে প্রিমিয়ারে যাওয়ার মুহূর্তে সন্ধ্যায় ঢাকার যানজটে পড়তে হয়েছে ফারিয়াকে। তাই সঠিক সময়ে প্রিমিয়ারে পৌঁছতে অভিনব পন্থা বেছে নিয়েছেন অভিনেত্রী। প্রিমিয়ার শো’তে পৌঁছতে মোটরবাইক নেন ফারিয়া।
অভিনেত্রীর পোস্ট করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।
এদিকে বাইকে চড়ে প্রিমিয়ারে যাওয়ার প্রসঙ্গে ভারতীয় একটি পোর্টালের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ডিজাইনার পোশাক পরে শেষে গাড়ি থেকে নেমে বাইকে গিয়ে বসলাম। তা না হলে সময়মতো পৌঁছতে পারতাম না।’ একই সঙ্গে অভিনেত্রী জানালেন, জীবনে এই প্রথম এভাবে তিনি কোনো ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন।