ভেনিজুয়েলার সঙ্গে ড্র করায় স্বভাবতই হতাশা ভর করছিল ব্রাজিল দলের মধ্যে। মাথা নিচু করে সেলেসাও তারকা নেইমার ড্রেসিংরুমে ফিরছিলেন। তখনই অদ্ভুত কাণ্ড ঘটান এক সমর্থক। গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে পপকর্নের প্যাকেট ছুড়ে মারেন এক সমর্থক।
এমনিতে ম্যাচ জিততে পারেনি, তার ওপর এমন ঘটনায় নিজেকে শান্ত রাখতে পারেননি নেইমার। ভিডিওতে দেখা যায়, সেই সমর্থকের ওপর ব্যাপক খেপে গেছেন নেইমার।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ ভোরে ভেনিজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।