হঠাৎ করেই উত্তপ্ত ইসরায়েল-ফিলিস্তিনি। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত সবাই। এই অতর্কিত হামলা ও পরবর্তী সময়ে ইসরায়েলের পাল্টাহামলা প্রসঙ্গে তারকারাও নিজেদের আওয়াজ তুলেছেন।
এবার ইসরায়েল-ফিলিস্তিনি চলমান সংকটের বিষয়ে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ।
হাদিদ তার বিবৃতিতে লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।
৩০ বছর বয়সী এই মডেল ইহুদি জনগণের বিষয়েও তার অবস্থান স্পষ্ট করে বলেছেন যে তিনি তাদেরও কোনো ক্ষতি চান না। নিজের দীর্ঘ বিবৃতিতে এই যুদ্ধ পরিস্থিতিতে নিরীহ মানুষের প্রাণহানিকে অর্থহীন বলেই দাবি করেছেন তিনি। জানিয়েছেন, ভূমির জন্য লড়াইয়ে সন্ত্রাসবাদও গ্রহনযোগ্য নয়।
শনিবার হামাস ইসরায়েলে হামলা শুরুর পর এখন পর্যন্ত এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত এবং তিন হাজার চারশ’র বেশি আহত হয়েছে। হামাসের হামলায় ইসরায়েলের একটি সংগীত উৎসবেই মারা গেছে ২৬০ জন। গাজায় হামাসের হাতে প্রায় ১৫০ জন ইসরায়েলি জিম্মি হয়েছে বলে জানা গেছে। গাজায় মৃতের সংখ্যা প্রায় ৯৫০ জন ছাড়িয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।