কিছুদিন আগেই শুরু হয়েছে তারকায় ঠাসা ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং। ১৬ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে সিনেমাটির শুটিং উপলক্ষে পুজার আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে সেই পুজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। পুজায় উপস্থিত ছিলেন অজয় দেবগন ও রণবীর সিং সহ সিনেমার কলাকুশলীরা।
‘সিংহাম এগেইন’-এ এবার তারকাদের মিলনমেলা দেখা যাবে।
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গেছে, ‘অক্ষয় কুমার ইতোমধ্যেই হায়দ্রাবাদে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এর শুটিং সেটে পৌঁছেছেন। আজ থেকে তিনি সপ্তাহব্যাপী শিডিউলের শুটিং শুরু করবেন।
সম্প্রতি অক্ষয় কুমারকে ‘মিশন রাণিগঞ্জে’ দেখা গেছে।