ইরানের নারীবাদী আইকন মাসা আমিনির নাম সম্বলিত টি-শার্ট পরে হাজির হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রীর গায়ে মাসা আমিনির নাম লেখা পোশাক দেখা গেছে।
শুক্রবার এবিসি-এর ‘দ্য ভিউ’তে উপস্থিত ছিলেন এই হলিউড অভিনেত্রী। তিনি একটি নারীবাদী টি-শার্ট পরে হাজির হয়েছেন যাতে লেখা ছিল ইরানের নারীবাদী আইকন মাহসা আমিনির নাম।
মাসা আমিনির নামমুদ্রিত সাদা টি-শার্ট পরেই অনুষ্ঠানে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। প্রয়াত ইরানী নারীকে সম্মান করে গর্বের সাথেই টি-শার্টটি পরেছিলেন অভিনেত্রী যা অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে।
২০২২ সালে জনসমক্ষে হিজাব না পরার জন্য মাসা আমিনিকে গ্রেপ্তার করার পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এরপর ইরানে নারী অধিকার আন্দোলন ব্যাপকভাবে গর্জন করে উঠে এবং তুমুল বিক্ষোভের জন্ম দেয়।
হ্যাথওয়ে তার নতুন সিনেমা ‘শি কাম টু মি’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে। রেবেকা মিলারের লেখা ও পরিচালনায় এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথওয়ে। আরো রয়েছেন পিটার ডিঙ্কলেজ ও মারিসা টমে।