বলিউডে অভিষেক হলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের। সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমেই শুরু হল বাঁধনের বলিউডযাত্রা। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন।
ফিল্মটি দেখে মুগ্ধতার কথা জানিয়ে বন্যা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনের প্রশংসা করেছেন। বন্যা মির্জা লিখেছেন, ‘একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন।
বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা আরও লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে।
গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বিসহ আরও অনেকে।