সানি দেওলের পর্দা কাঁপানো ‘গাদার ২’ সিনেমা হলে তাণ্ডব চালানোর পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। ৬ অক্টোবর থেকে জি৫-এ স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির। বুধবার প্ল্যাটফরমটি ওটিটিতে ‘গাদার ২’ মুক্তির ঘোষণা দিয়েছে।
জি স্টুডিওস প্রযোজিত এবং অনিল শর্মা পরিচালিত সিনেমাটিতে পুনরায় সানি দেওলকে তারা সিং, আমিশা প্যাটেলকে সখিনার চরিত্রে এবং উৎকর্ষ শর্মাকে চরণজিতের চরিত্রে দেখা গেছে।
১১ আগস্ট পর্দায় মুক্তি পায় ‘গাদার ২’। পিরিয়ড ড্রামাটি ভারতে ৫০০ কোটি রুপি আয় করেছে। কভিড মহামারির পরে বলিউড বক্স অফিসের সবচেয়ে বড় সাফল্য হিসেবে আবির্ভূত হয়েছে ‘গাদার ২’।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, ‘গাদার ২’ প্রেক্ষাগৃহে তার উদ্বোধনী দিনে ৪০ কোটি রুপি আয় করেছে।
ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল।