ভারতে এখন ‘জওয়ান’ ঝড় চলছে। মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমা হলে দাপট ধরে রেখেছে শাহরুখ খানের সিনেমাটি। ইতোমধ্যে ৬০০ কোটি আয়ের কাছাকাছি জওয়ান। জওয়ানের সঙ্গে প্রতিযোগিতার সাহস কেউ না দেখালেও চলতি সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র।
বৃহস্পতিবার ভারতে মুক্তির প্রথম দিন ৮.৮২ কোটি আয় করার পর সিনেমাটি এখন পর্যন্ত ঘরোয়া বক্স অফিসে ২৮.৩ কোটি রুপি আয় করেছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘ফুকরে ৩’ প্রথম সপ্তাহে সম্ভবত ৪২ কোটিরও বেশি আয় করতে পারে।
পোর্টাল অনুসারে, ‘ফুকরে ৩’ শুক্রবার দ্বিতীয় দিনে ৭.৮১ কোটি আয় করেছে। তৃতীয় দিন শনিবার আয় ৪৯.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২৮ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে ৩’ ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। যেখান থেকে ফুকরের দ্বিতীয় সিনেমাটি শেষ হয়েছে, সেখান থেকেই ফুকরের তৃতীয় কিস্তির গল্প শুরু হয়েছে।
২০১৩ সালে মুক্তি পায় পুলকিত সম্রাট ও রিচা চাড্ডার ‘ফুকরে’।