দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হয়েছে রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এর টিজার। আর টিজারটি প্রকাশের পর থেকেই রীতিমতো ঝড়েড় গতিতে দর্শকপ্রিয়তা পায়। রণবীরের ড্যাশিং অ্যাকশন লুকে কাত হয়েছেন অনুরাগীরা। সমালোচকদের কাছেও প্রশংসিত অ্যানিমেল টিজার।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার দুর্দান্ত দৃষ্টিভঙ্গির প্রতি সুবিচার করতে এবং পোস্ট-প্রোডাকশনে বিলম্বের কারণে সিনেমার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় রণবীর কাপুর অ্যানিমেলে তার পারিশ্রমিক কমিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ জানান, অন্যান্য সিনেমায় অভিনয় করতে যে পারিশ্রমিক নেন এই সিনেমার জন্য তার অর্ধেক পারিশ্রমিক নিয়েছেন রণবীর।
সূত্র অনুযায়ী অ্যানিমেলের জন্য ক্যারিয়ার সেরা ৭০ কোটি পারিশ্রমিকের চুক্তি থাকলেও শেষ পর্যন্ত ৩০-৩৫ কোটি রুপিই নিয়েছেন রণবীর। অভিনেতার এই মানবিক আচরণ ইতিমধ্যেই মন ছুঁয়েছে ভক্ত অনুরাগীদের।