৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেচুরে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে ‘জওয়ান’। তিন সপ্তাহ টানা রাজত্ব করার পর চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে নিজের রাজত্ব ধরে রেখেছেন শাহরুখ খান।
প্রাথমিক অনুমান অনুসারে, মুক্তির চতুর্থ শুক্রবার ৫.২৫ কোটি আয় করেছে জওয়ান।
পোর্টাল অনুসারে, মুক্তির ২৩ দিন পর জওয়ান মোট ৫৮৭ কোটিতে দাঁড়িয়েছে। এটি শাহরুখের আগের ব্লকবাস্টার পাঠান এবং সানি দেওলের ‘গাদার ২’-এর লাইফটাইম আয়কেও ছাড়িয়ে গেছে। এই সপ্তাহে ‘ফুকরে ৩’, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এবং ‘চন্দ্রমুখী ২’-এর মতো নতুন সিনেমাগুলো মুক্তি পাওয়া সত্ত্বেও, ‘জওয়ান’ শুক্রবার ৩২.৩৩ শতাংশ দখল রেখেছে প্রেক্ষাগৃহে।
এদিকে জওয়ান বর্তমানে ‘এক টিকিট কিনলে আরেকটি ফ্রি’ অফারে চলছে।
দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত জওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।