ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ‘জামাই’ সম্বোধন করলেন বলিউড বাদশা শাহরুখ খান! আর শাহরুখের মুখে বিরাটের এমন সম্বোধন শুনে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। বিরাটের স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে শাহরুখের দারুণ সম্পর্ক তা কারো অজানা নয়। দুজনে জুটি হয়ে বেশ কয়েকটি সিনেমাও করেছেন। অন্যদিকে খেলার মাঠে বিরাট বরাবরই শাহরুখ খানের পছন্দের ক্রিকেটার।
সম্প্রতি এক্সে (টুইটার) আস্ক-শাহরুখ নামে সেশনে নিয়মিত ভক্তদের সঙ্গে কথোপকথনে হাজির থাকছেন শাহরুখ খান। সেখানে ভক্তদের প্রশ্নের উত্তর দেন কিং খান নিজেই।
পাবলিক ফোরামে শাহরুখ বলেন যে, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নাকি তার জামাইয়ের মতো! এরপর বিষয়টি খোলাসা করে শাহরুখ বলেছেন, তিনি বিরাটকে খুবই পছন্দ করেন এবং তাকে নিজের জামাইয়ের মতো ভালবাসেন। তিনি তার সুস্থতার জন্য প্রার্থনাও করেন।
বিরাটের স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ারের শুরুটা শাহরুখ খানের হাত ধরেই।
সম্প্রতি বক্স অফিসে দারুণ পারফর্ম করছে শাহরুখ খানের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জওয়ান’।