চলতি বছরের আগস্টে ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। প্রকাশ্যেই সম্পর্কে ছিলেন দুই তারকা। তবে এক ফ্রেমে নিজেদের ধরে রাখতে পারেননি কেউ।
তবে হঠাৎ করেই ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের সঙ্গে নাম শোনা যাচ্ছে এই বিশ্বখ্যাত পপকুইনের।
১২ বারের গ্র্যামি বিজয়ী গায়িকাকে ট্র্যাভিসের মা ডোনার সাথে কেলসে উল্লাস করতে দেখা গেছে। দুইবারের সুপার বোল চ্যাম্পিয়ন সুইফটকে সংরক্ষিত স্যুট থেকে খেলা উপভোগ করতে দেখা গেছে।
দুজন আনুষ্ঠানিকভাবে ডেট করছেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে একটি সূত্র পিপল ম্যাগাজিনকে বলেছে যে টেলর সুইফট এই মুহূর্তে কাজের প্রতি খুব মনোযোগী এবং তার বান্ধবীদের সাথেই সময় দিচ্ছেন।
সুইফট ও ট্র্যাভিস কেলসের মধ্যে অনুমানমূলক রোম্যান্সের গুজব চললেও, কেউ আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।