বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। বহু তারকার মসৃণ বলিউড যাত্রার নেপথ্যের অন্যতম কারিগর তিনি। সে কথা নানা সময়ে অকপটে স্বীকার করেছেন গোবিন্দ থেকে শুরু করে মাধুরী দীক্ষিত। এবার সেই সরোজ খানকে নিয়েই তৈরি হচ্ছে সিনেমা।
জানা গেছে, পরিচালক হনসল মেহেতা ও প্রযোজক ভূষণ কুমার তার বায়োপিক তৈরি করবেন। বায়োপিকে মাধুরী দীক্ষিতকে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছিল। আসলেই কি তাই?
পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সরোজ খানের মেয়ে সুকাইনা খান। ‘হিন্দুস্থান টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না নির্মাতারা এখনো কোনো সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আমাকে টিমের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো নাম চূড়ান্ত করা হয়, সেক্ষেত্রে পরিবারের সঙ্গে কথা বলা হবে। এ চরিত্রের জন্য সঠিক অভিনেতা নির্বাচন অত্যন্ত কঠিন কাজ হতে যাচ্ছে। আমার মনে হয় না কোনো এক অভিনেত্রীর কথা ভেবে নির্মাতারা এগোচ্ছেন।’
পর্দার সরোজ খানের চরিত্রটির জন্য কোনো একজন অভিনেত্রীর ওপর নির্ভর করতে চাইছেন না তার মেয়ে। তিনি বলেন, ‘শুধু একজনকে দিয়ে তার জীবনী পর্দায় তুলে ধরা সম্ভব নয়। কারণ, আমরা এখানে একজন ১০ বছর বয়সীর কথা বলছি যিনি ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছিলেন এবং ১৭ বছরে তিনি অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। ৩৫ থেকে ৪০ বছর বয়সে তিনি ক্যারিয়ারের শীর্ষে ছিলেন।’
সুকাইনা খান বলেন, ‘আমার মনে হয় এই তিনটি বয়সের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিন জন অভিনেত্রী প্রয়োজন। আমিও চাই মাধুরী ম্যাম এই বায়োপিকের অংশ হোক। তবে মনে হয় তৃতীয় বয়সের চরিত্রে তাকে মানাবে। অন্য দুই বয়সের জন্য আমাদের অন্য অভিনেত্রীর প্রয়োজন রয়েছে। অন্তত আমি এভাবেই মায়ের বায়োপিক চাই।’
বায়োপিকের জন্য কাকে নির্বাচিত করা হবে তা নির্মাতাদের সিদ্ধান্ত বলেও জানান তিনি। সরোজ কন্যা বলেন, ‘আমি খুশি যে মায়ের মতো একজন ব্যক্তিত্বের জীবন পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত তারা নিয়েছেন। তিনি শুধু একজন অসামান্য কোরিওগ্রাফারই ছিলেন না, তিনি মা, মেয়ে এবং দিদিমা হিসেবেও অসামান্য।’
৯০-এর দশকে একাধিক হিট গানের কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিতের অন্যতম হিট গান ‘এক দো তিন’ও তার কোরিওগ্রাফ করা।