রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হৃদয় খান (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অতিরিক্ত নেশাগ্রস্থ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার বাড়ি কেরানীগঞ্জ থানার জিনজিরা ইমামবাড়ী এলাকায়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।