রাজশাহী নগরীর দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুন) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় নগরীর লক্ষ্মীপুর এলাকায় এই অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। বিকেলে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

হাসান-আল-মারুফ বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি নগরীর লক্ষ্মীপুর এলাকার দ্য প্যাথলজিতে অভিযান চালান। সেখানকার ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

dhakapost

লক্ষ্মীপুর এলাকার রাজ প্যাথলজিতেও অভিযান চালান তারা। এই প্রতিষ্ঠানটিতেও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এই ঘটনায় রাজ প্যাথজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেন জানান হাসান-আল-মারুফ।